তালিবান শাসনে নারী অধিকার নিয়ে ভয়ঙ্কর তথ্য

author-image
Harmeet
New Update
তালিবান শাসনে নারী অধিকার নিয়ে ভয়ঙ্কর তথ্য

নিজস্ব সংবাদদাতাঃ “নারী অধিকারের বিষয়ে শূন্য বিশ্বাসযোগ্য তালিবান শাসক গোষ্ঠী”, এমনই মন্তব্য করা হয়েছে হিউম্যান রাইটস এর পক্ষ থেকে। সহযোগী নারী অধিকার পরিচালক এবং হিউম্যান রাইটস এর প্রাক্তন সিনিয়র আফগানিস্তান গবেষক হিদার বার ট্যুইট করে এই মন্তব্য করেন। 



তিনি জানান, আফগানিস্তানে বর্তমানে নারীদের ওপর কোঠর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। যার ফলে আফগান নারীদের ভবিষ্যৎ ক্রমে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে।