প্রথম ওমিক্রন সাবভ্যারিয়েন্টের খোঁজ মিললো হায়দরাবাদে

author-image
Harmeet
New Update
প্রথম ওমিক্রন সাবভ্যারিয়েন্টের খোঁজ মিললো হায়দরাবাদে

নিজস্ব সংবাদদাতা : দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। সংক্রমণের গ্রাফ চাঙ্গা হচ্ছে প্রতিনিয়ত। এরই মধ্যে আতঙ্ক বাড়ছে ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BA.4 নিয়ে। হায়দরাবাদে ধরা পরলো প্রথম ঘটনা। খোঁজ মিলেছে এই সাব ভ্যারিয়েন্টের। INSACOG নিশ্চিত করেছে বিষয়টি। করোনা ভাইরাসটির এই স্ট্রেনটি BA.2 সাবভ্যারিয়েন্টের মতোই।