ফের বিস্ফোরক অর্জুন সিংহ

author-image
Harmeet
New Update
ফের বিস্ফোরক অর্জুন সিংহ

নিজস্ব সংবাদদাতাঃ ফের বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এবার নিশানায় রাজ্যের বিজেপি সংগঠন। শুক্রবার অর্জুন সিং ফের বললেন, “নেতাদের চেয়ার দিয়েছে, চেয়ারের পায়া নেই। কলম দিয়েছে তাতে কালি নেই।” পাট ইস্যুতে বললেন, এখনও তাঁর দুটো দাবি পূরণ হয়নি। শুক্রবার তিনি বলেন, “দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করাটা ভাল। কিন্তু ২ টো দাবির একটা মানা হয়েছে জুট কমিশনের তরফে। তবে টেরিফ কমিশন, প্রফিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও বকেয়া পাওনা কী হয়, তা দেখার।”  এরপরই রাজ্য বিজেপির অবস্থা নিয়ে কটাক্ষ করেন অর্জুন। বলেন, “নেতাদের চেয়ার দেওয়া হয়েছে, তাতে পায়া নেই। কলম দিয়েছে কালি নেই।” দলকে চাঙ্গা করার ডাকও দেন। বলেন, “নাড্ডাজিকে বলেছি সবটা। উনি কী করেন দেখি।” অর্থাৎ এখনও দল নিয়ে একাধিক অভাব অভিযোগ রয়েছে বিজেপি সাংসদের। যার ফলে ওয়াকিবহল মহলের একাংশের দাবি, বিজেপি অর্জুনকে ঘরে রাখতে মরিয়া হলেও, তাঁর দল বদল স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।