অসমে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান, কংগ্রেস কর্মীদের কাছে আর্জি রাহুল গান্ধীর

author-image
Harmeet
New Update
অসমে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান, কংগ্রেস কর্মীদের কাছে আর্জি রাহুল গান্ধীর

নিজস্ব সংবাদদাতাঃ  অসমের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। কংগ্রেস কর্মীদের কাছে এমনই আবেদন করলেন রাহুল গান্ধী। অসমে বন্যায় বিপর্যস্ত কয়েক লক্ষ মানুষ। অসমের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান। নিজেদের স্বার্থ মত তাদের সাহায্য করুন, কংগ্রেস কর্মীদের কাছে ট্যুইটে আবেদন করেন রাহুল গান্ধী। অসমে বন্যায় দুর্গত কয়েক লক্ষ মানুষ। ২৯টি জেলার প্রায় ৭ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। বন্যার জেরে ইতিমধ্যে প্রায় ৯ জনের মৃত্যু হয়েছে। জলের তোড়ে ভেঙে পড়ছে একের পর এক সড়ক। ফলে মণিপুর, ত্রিপুরা এবং মিজোরামের মত প্রতিবেশী রাজ্যের সঙ্গে অসমের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবর। সবচেয়ে খারাপ অবস্থা হোজাই এবং নগাঁওয়ে। সেখানে জলের তোড়ে ঘরবাড়ি ছেড়ে মানুষ যেমন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, তেমনি ভেঙে পড়তে শুরু করেছে একের পর এক রাস্তা। নগাঁওয়ে ১৪১৩টি গ্রাম জলের নীচে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। নগাঁওয়ের পাশাপাশি কাছাড় এবং হোজাইয়েও একের পর এক গ্রাম জলের নীচে বলে জানানো হয় স্থানীয় প্রশাসনের তরফে।