লোকসভায় বিজেপি হারবে বলে এখন থেকে ভয় দেখাচ্ছেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

author-image
Harmeet
New Update
লোকসভায় বিজেপি হারবে বলে এখন থেকে ভয় দেখাচ্ছেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক,  ঝাড়গ্রামঃ বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েতের বিকাশ ও পৌরসভার উন্নয়নে গতি আনতে বুথ স্তরের কর্মীদের মহা সম্মেলনের আয়োজন করা হয়। ওই মহাসম্মেলনে বক্তব্য রাখেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ডাক্তার মানস রঞ্জন ভুঁইয়া, ইন্দ্রনীল সেন, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, মন্ত্রী বিরবাহা হাঁসদা, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, বিধায়ক দুলাল মুর্মু, প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগন। মহাসম্মেলনের প্রধান বক্তা দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসার সময় সম্মেলনে উপস্থিত মহিলারা শঙ্খধ্বনি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান। মুখ্যমন্ত্রীকে পাঞ্জি শাড়ি দিয়ে আদিবাসী প্রথায় সম্মান জানান প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মা-বোনেদের ছাড়া কোনও কাজ হয় না। আগে ঝাড়গ্রামের মানুষ রাস্তায় বের হতে ভয় করতো। এখন মানুষ সারাদিন রাস্তায় বের হয়ে নিজেদের কাজ করেন। সিপিএম কোথাও কাউকে যেতে দিত না। ১৯৯৩ সালে বেলপাহাড়ি থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছিলাম। বাইকে চেপে একটি গ্রামে গিয়েছিলাম। সেখানে মানুষ ৩ মাস ভাত খেত, ৯ মাস পিঁপড়ে ও গাছের শিকড় সিদ্ধ করে খেত। বেলপাহাড়ির আমলাশোলে অনাহারে মানুষের মৃত্যুর মিছিল লেগেই ছিল। তখন সিপিএম কিছু করেনি। আর আজ বড় বড় কথা বলছে। তৃণমূলের কেউ নেতা নয়, সবাই কর্মী।  আগে চিরকুট দিয়ে চাকরি হত। আস্তে আস্তে সব চ্যাপ্টার খুলবো। এতদিন ভদ্রতা দেখিয়েছি। রাজ্যের পাওনা টাকা কেন্দ্র দিচ্ছেনা। গম দেওয়া বন্ধ করে দিয়েছে। কেন্দ্র সেন্ট্রাল এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে বাংলায়। কারণ আমাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি। লোকসভায় বিজেপি হারবে বলে এখন থেকেই ভয় দেখাচ্ছে। আমি বিজেপির হুমকিকে ভয় পাই না। অনেক পরিশ্রম করে জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনা হয়েছে। কেউ যদি হিংসা ছড়ানোর চেষ্টা করে তা সহ্য করা হবে না। কেউ ভয় দেখালে পুলিশকে বলবেন। জঙ্গলমহলে মাওবাদী নেই। যারা ছিল তাদেরকে পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে সাহায্য করা হয়েছে এবং স্পেশাল হোমগার্ড পদে চাকরি দেওয়া হয়েছে। তারা এখন প্রশাসনের লোক হয়ে কাজ করছে। মানুষের কোনও কাজ ফেলে রাখা যাবে না। মানুষের প্রাপ্য টাকা থেকে কেউ যেন ভাগ না বসায়। বসালে আমাকে চিঠি লিখবেন। মানুষকে প্রাণে মারতে চায় কেন্দ্র সরকার। সিপিএম ও বিজেপিকে ক্ষমা করবে না। সিপিএম ও বিজেপি হল দুই দালাল”। সিপিএম, বিজেপি ও কংগ্রেসকে জগাই, মাধাই, গদাই বলে তিনি কটাক্ষ করেন। তিনি দলীয় কর্মীদের সবাইকে সঙ্গে নিয়ে চলার নির্দেশ দেন। তিনি আরও বলেন, “ঝাড়গ্রাম আগামী দিনে পথ দেখাবে। আমেরিকা, রাশিয়া সহ বিশ্ব জয় করবে ঝাড়গ্রাম। আগে স্বাস্থ্যকর জায়গা ছিল ঝাড়গ্রাম। এখন শান্তিও প্রতিষ্ঠিত হয়েছে। জঙ্গলমহল পর্যটকদের কাছে আকর্ষণীয়। এখন জঙ্গলমহলের ঝাড়গ্রাম আমার গর্ব। আমি আপনাদের পাহারাদার দিদি। আপনারা ভয় পাবেন না, কোনও হুমকির কাছে মাথা নত করবেন না। মানুষের জন্য কাজ করবেন। মানুষের সাথে থাকবেন। ঝাড়গ্রাম ভালো জায়গা। আমি দুষ্টুমি করলে আপনারা আমাকে শাসন করবেন। ঝাড়গ্রাম আমার অহংকার, গর্ব।  আমি কেউ নই, আজ আছি কাল নেই। আমাদের সবাইকে একসঙ্গে চলতে হবে”। দলের কর্মীরা আসল সম্পদ বলে তিনি তাঁর ভাষণে তুলে ধরেন। এরপরেই বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “হেরে গিয়েও লজ্জা নেই। হিংসা আর সন্ত্রাস ছড়ানোর চেষ্টায় রয়েছে বিজেপি। বিজেপি  বাংলায় অশান্তির সৃষ্টি করার চক্রান্ত করছে। বিজেপির চক্রান্ত সফল হবে না আগামী দিনে ঝাড়গ্রামের সমস্ত আদিবাসী পরিবারকে বাসস্থান করে দেবে সরকার। আদিবাসী ছেলেমেয়েদের পড়াশোনার উন্নয়নে যা যা দরকার সরকার সবকিছুই ব্যবস্থা করছে। যেখানে ঝাড়গ্রামে জলের সংকট রয়েছে সেই জলের সমস্যা সমাধানের জন্য দ্রুত গতিতে কাজ হবে। বর্ষার আগেই কাজ করুন চটপট। যাতে বর্ষার আগে উন্নয়নমূলক যেসব কাজ বাকি রয়েছে তা করা যায়”। সেই সঙ্গে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার লালগড়, বেলপাহাড়ি, সাঁকরাইল সহ জেলার কোথায় কি কি কাজ হয়েছে গত ১১ বছরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তা তিনি তার ভাষণে বিস্তারিতভাবে জানান। তিনি বলেন, “আবার ঝাড়গ্রাম আসবো। আপনাদের সাথে আবার মিলিত হবো। ঝাড়গ্রাম আমার গর্ব। আমি ঝাড়গ্রামের উন্নয়নে যা যা কাজ করার প্রয়োজন সেই কাজ করে যাব। কে কি বলল তাতে আমার কোনও যায় আসে না। আমি মানুষের জন্য কাজ করব মানুষের পাশে রয়েছি আগামী দিনেও থাকবো”।