বানভাসি আগরতলা

author-image
Harmeet
New Update
বানভাসি আগরতলা

নিজস্ব প্রতিনিধি -আজ দুপুর থেকেই ত্রিপুরার রাজধানী আগরতলার আকাশ মেঘলা ছিল। বৃষ্টির অনুমান করা গেলেও শহরবাসী ভাবতে পারেনি যে তার প্রভাব এতটা হবে,ঠিক দুপুর নাগাদ শুরু হয় ব্যাপক বৃষ্টিপাত, আর এই বৃষ্টিপাতের জেরেই আগরতলা শহর এখন জলের তলায়।যার ফলে অফিস যাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রীরা মুশকিলে পরে যায়।এমনকি শহরের অধিকাংশ অফিসগুলোতেও ঢুকে যায় জল, পাশাপাশি শহরের বাড়িঘরের ভেতরেও ঢোকে জল, এর দরুন বহু সংখ্যক লোক জ্যামে আটকে পড়ে।এই জল নামার অপেক্ষায় এখনো বহু মানুষ নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না।এদিকে শহরের এই অবস্থায় পরিদর্শনে বের হন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি জল নামবে। সুত্রের খবর অনুযায়ী জানা গেছে স্থানীয় হাওড়া নদীর জল আগরতলা শহরে প্রবেশ করেছে।