নিজস্ব সংবাদদাতাঃ বুধবার নেমেছিলেন ট্রেন থেকে। বৃহস্পতিবার নামলেন প্লেন থেকে। অবশেষে কলকাতায় এলেন রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী। তবে সঙ্গে নেই তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। প্রসঙ্গত, মঙ্গলবার আদালতের নির্দেশের পর জলপাইগুড়ি থেকে পদাতিক এক্সপ্রেসে ওঠার সময় সঙ্গেই ছিলেন তাঁর মেয়ে। রাতে বর্ধমান স্টেশনে যখন তিনি নেমেছিলেন, তখনও তাঁর সঙ্গে মেয়েকে দেখা গিয়েছিল। তারপর বৃহস্পতিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে আর পরেশের সঙ্গে দেখা যায়নি অঙ্কিতাকে।