নিজস্ব সংবাদদাতাঃ কুস্তির রিঙে লড়াইয়ের মধ্যবর্তী সময়ে প্রয়াত জার্মান কুস্তিগীর মুসা ইয়ামক। উগান্ডার হামজা ওয়ান্ডেরা ছিলেন এই শেষ লড়াইয়ে মুসার প্রতিপক্ষ। দ্বিতীয় রাউন্ডে হামজা বড়সড় ধাক্কা দেন মুসাকে। এরপর তৃতীয় রাউন্ড শুরুর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বছর ৩৮-এর মুসা ইয়ামক।