'ভয় দেখিয়ে মন আদায় করা যায়না '- ত্রিপুরার মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
'ভয় দেখিয়ে মন আদায় করা যায়না '- ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি -সদ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত ডঃ মানিক সাহা আজ এক সভায় উপস্থিত হয়ে ভোট সংক্রান্ত ব্যাপারে নিজের মতামত ব্যক্ত করেন।এবং তিনি স্পষ্ট করে বলেন গায়ের জোরে কারুর মন আদায় করা যায়না।সেই সঙ্গে তিনি বলেন গায়ের জোরে যদি সব কিছু করা যায় তাহলে সারা বছর কাজ করার প্রয়োজন কি? কারুর বাড়ি গিয়ে ধমকানো কাউকে ভয় দেখানো সেসব থেকে নিজের দলকে বিরত থাকতে এবং সেই ব্যপারে কড়া নির্দেশ দেন মানিক।তিনি উল্লেখ করেন এই ধরনের এক কালচার তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।