নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কারাগারে থাকা উচিত বল বার বার জরুরি নম্বরে ফোন করছিল ফ্লোরিডার এক ব্যক্তি। এবার জরুরি নম্বরের অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করা হল। ধৃতের নাম পাম হারবারের জ্যাকব ফিলবেক। ৯১১ নম্বরে ফোন করে তিনি আধিকারিকদের বলেন, ''মেক্সিকান ড্রাগ কিংপিন এল চ্যাপোকে কারাগার থেকে মুক্ত করা দরকার এবং রাষ্ট্রপতি বাইডেনকে কারাগারে রাখা দরকার।''