সুপ্রিম নির্দেশে শুক্রবার পর্যন্ত বারাণসী কোর্টে স্থগিত জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি

author-image
Harmeet
New Update
সুপ্রিম নির্দেশে শুক্রবার পর্যন্ত বারাণসী কোর্টে স্থগিত জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি

নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিম নির্দেশে শুক্রবার পর্যন্ত বারাণসী সিভিল কোর্টে স্থগিত রইল জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি। এদিকে এদিন সকালে মুখবন্ধ খামে মসজিদের অন্দরের ভিডিও সার্ভের রিপোর্ট জমা পড়ে বারাণসীর আদালতে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বিচার  প্রক্রিয়া আর এগোয়নি। দুই আদালতেই মামলার পরবর্তী শুনানি শুক্রবার। জ্ঞানবাপী মসজিদ মামলার হিন্দুপক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন অসুস্থ। তাই শুক্রবার পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলার শুনানি স্থগিত রাখার আরজি জানান হরিশঙ্কর জৈনের ছেলে তথা হিন্দুপক্ষের অন্যতম আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন। এ প্রসঙ্গে আঞ্জুমান ইনতেজামিয়া মসজিদের ম্যানেজমেন্ট কমিটির তরফে হুজেফা আহমেদি জানান, “অসুস্থতার জন্য শুনানি স্থগিত রাখার আরজির বিরোধিতা করতে পারি না।” তবে শুনানি স্থগিত রাখার জন্য শর্ত দেন তিনি। হুজেফা আহমেদির দাবি, সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত থাকলে বারাণসী সিভিল কোর্টেও এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই বিষয়টি হিন্দুপক্ষকে লিখিতভাবে আদালতে জানাতে হবে। এরপরই আইনজীবী বিষ্ণু জৈন লিখিতভাবে শীর্ষ আদালতকে বিষয়টা জানান। তারপর সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকে শুক্রবার পর্যন্ত জ্ঞানবাপী মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দেন। শুক্রবার দুপুর তিনটেয় সুপ্রিম কোর্টে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি হবে।