নদী থেকে মাটি কাটা রুখতে অভিযান

author-image
Harmeet
New Update
নদী থেকে মাটি কাটা রুখতে অভিযান

নিজস্ব সংবাদদাতাঃ  নদী থেকে মাটি কাটা রুখতে অভিযান। পুলিশ দেখে গঙ্গায় ঝাঁপ বেআইনি মাটি কারবারিদের। আজ সকালে কল্যাণীর মহকুমা শাসকের নেতৃত্বে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের চর যদু ও চর যাত্রাসিদ্ধি গ্রাম পঞ্চায়েতের গঙ্গা তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়। আটক করা হয় মাটিবোঝাই বেশ কয়েকটি যন্ত্রচালিত নৌকা। মহকুমা শাসক জানিয়েছেন, কয়েকদিন ধরেই গঙ্গার পাড় থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ আসছিল। তার প্রেক্ষিতেই অভিযান।