প্রকাশিত হল কর্ণাটক দশমের ফলাফল

author-image
Harmeet
New Update
প্রকাশিত হল কর্ণাটক দশমের ফলাফল

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের SSLC দশম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা karresults.nic.in, kseeb.kar.nic এবং sslc.karnataka.gov.in- এই ওয়েবসাইগুলিতে লগ ইন তাদের ফলাফল দেখতে পাবে। কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ দুপুর ১২:৩০ টায় ফলাফল ঘোষণা করেছেন। শিক্ষার্থীদের তাদের পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, প্রবেশপত্র ( Admit Card), জন্ম তারিখ ইত্যাদি হাতে রাখতে হবে। 





প্রার্থীরা তাদের প্রাপ্যতার উপর নির্ভর করে মোবাইল ফোনে বা কম্পিউটারের মাধ্যমে ফলাফল দেখতে পারেন। চলতি বছরের শিক্ষাবর্ষে ৪,৫২,৭৩২ জন ছেলে এবং ৪,২১,১১০ জন মেয়ে সহ ৮,৭৩,৮৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানা গেছে। তৃতীয় লিঙ্গের চারজন শিক্ষার্থী এবং ৫,৩০৭ জন বিশেষভাবে সক্ষম শিশুও পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে। কর্ণাটকে SSLC ২০২২ পরীক্ষা ২৮ মার্চ থেকে ১১ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।