রাশিয়ার কুর্স্কে ইউক্রেনের হামলায় নিহত ১

author-image
Harmeet
New Update
রাশিয়ার কুর্স্কে ইউক্রেনের হামলায় নিহত ১

নিজস্ব সংবাদদাতাঃ আঞ্চলিক গভর্নর রোমান স্টারোভোইট জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরের দিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় অঞ্চল কুরস্ক-এ ইউক্রেনের হামলার ফলে একজন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।ধর্মঘটটি টিয়োটকিনো গ্রামের একটি ইথানল কারখানায় আঘাত হানে এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, স্টারোভোইট টেলিগ্রামে জানিয়েছে।