New Update
/anm-bengali/media/post_banners/PG3W2ccbxL1AVvh8dDi4.jpg)
নিজস্ব প্রতিনিধি -সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ঝরা পালক' আগামী ১৭ ই জুন মুক্তি পেতে চলেছে। ছবিটি জীবনানন্দ দাশের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে এই ছবিটি।সেই সঙ্গে ছবির মুখ্য চরিত্র তথা ব্রাত্য বসু এবং জয়া আহসানও ছবিটি নিয়ে বেশ আশাবাদী। এবারে ছবিটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার পালা।ছবির পরিচালক সায়ন্তন বলেছেন, ঝরাপালক একেবারেই অন্য ধারার ছবি দর্শকরা ছবিটি দেখতে আসলে বুঝবে এখনো জীবনানন্দকে ভুলে যায়নি মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us