New Update
/anm-bengali/media/post_banners/AJ95y96gbMroqHlFrznX.jpg)
নিজস্ব সংবাদদাতা: নতুন বাড়ি তৈরির সময় ভিত খোঁড়া হয়। এমন কিছু জিনিস রয়েছে যেগুলো ভিত খোঁড়ার সময় পাওয়া গেলে খুবই অশুভ মানা হয়। এ রকম হলে সেই বাড়ির সদস্যরা কখনও সুখ শান্তিতে থাকতে পারবে না। এ ক্ষেত্রে সেই বাড়িতে খুব ভাল ভাবে হোম যজ্ঞ করে তবেই বসবাস করা প্রয়োজন।
দেখে নিন কোন জিনিস ভিতের নীচ থেকে ওঠা খুবই খারাপ—
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us