New Update
/anm-bengali/media/post_banners/oBc9v9R9Ef2FkikVIy3p.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলো আইপিএল ভক্তরা। কলকাতা ও গুজরাটের মধ্যে টক্কর ছিল দেখার মতো। টস জিতে প্রথমে ব্যাট ধরে ২০ ওভার শেষে ২১০ রান করে গুজরাট। একটাও উইকেট পড়েনা গুজরাট শিবিরের। তবে গুজরাটকে করা টক্কর দেওয়ার পরেও হারতে হল কলকাতাকে। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে কলকাতার রান ছিল ২০৮।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us