New Update
/anm-bengali/media/post_banners/inG7EBeB7lxXFgAZWXlo.jpg)
নিজস্ব প্রতিনিধি -আর দুদিন পরেই মুক্তি পেতে চলেছে, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সর্বশেষ ছবি বেলাশুরু।ইতিমধ্যেই ছবির একাধিক গান মুক্তি পেয়েছে।সবচেয়ে জনপ্রিয় হয়েছে 'টাপা টিনি' গানটি।আজ কলকাতা বিমানবন্দরে এক বেসরকারি বিমান সংস্থার কর্মচারীরা সেই গানের তালেই পা মেলালেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষের সঙ্গে।বিমানবন্দরে এই উদ্যোগ একেবারেই নতুন।বিমানবন্দরে যাত্রীদেরও অবাক হয়ে ভিড় জমিয়ে এই গান উপভোগ করতে দেখা যায়।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us