10/02/2022 15:03:53 PM Sweta Mitra 85
নিজস্ব সংবাদদাতাঃ আবারও অস্বস্তিতে রাজ্যের শাসক দল। ভোট পরবর্তী হিংসা মামলায় এবার শেখ সুফিয়ান সহ ১৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট তৃণমূল কংগ্রেস নেতা এস কে সুফিয়ানকে আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, বিধানসভা ভোটের পরে বিজেপি কর্মী দেবব্রত মাইতিতে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। তদন্তে একাধিকবার উঠে আসে শেখ সুফিয়ানের নাম। ২০২১ সালের ৩ মে নন্দীগ্রামে বিজেপি কর্মীর উপর হামলার ঘটনা ঘটে। এরপর ১৩ মে কলকাতায় মৃত্যু হয় তাঁর।