কোভিডের নয়া রেকর্ড গড়ল ফ্রান্স!

author-image
Harmeet
New Update
কোভিডের নয়া রেকর্ড গড়ল ফ্রান্স!

নিজস্ব সংবাদদাতা : কোভিডের নয়া রেকর্ড গড়ল ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন এক লক্ষ মানুষ। কীভাবে সংক্রমণ কমানো যায় তা নিয়ে দুশ্চিন্তায় স্বাস্থ্য মহল। চলছে একের পর এক বৈঠক। স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ প্রাপ্তবয়স্কদের প্রাথমিক টিকা দেওয়ার ৩ মাস পরে একটি বুস্টার ডোজ দেওয়ার কথাও বলেছেন। সংক্রমণ রুখতে হেলথ পাসের ভাবনা ভাবা হচ্ছে। এই হেলথ পাস দিয়ে ক্যাফে, রেস্তোঁরা সহ পাবলিক প্লেসগুলিতে যাতায়াত করতে হবে। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও লাগবে এই হেলথ পাস। মাস্ক পরা নিয়েও কড়াকড়ি করা হচ্ছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরানের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ফ্রান্সের কোভিড আক্রান্তের সংখ্যা ১৬ হাজারের বেশি। ৩৩০০ জন রয়েছে আইসিইউতে। মৃতের সংখ্যা মোট ১ লক্ষ ২২ হাজার ৫৪৬ জন।