03/12/2022 18:29:09 PM Aniket 150
সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য নতুন চার্চ ভবনের শুভ উদ্বোধন হল শনিবার। এই চার্চটির শুভ উদ্বোধন করেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি কিরীটি মুখার্জি, নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সতন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাণ্ডবেশ্বর বিধানসভার খ্রিস্টান সম্প্রদায়ের তথা নবগ্রাম পঞ্চায়েত সদস্য স্যামুয়েল মুর্মুর প্রচেষ্টায় ও বিধায়কের সাহায্যে উদ্বোধন হল এই চার্চের। স্থানীয় এলাকায় কোনও চার্চ না থাকায় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা যীশু খ্রীষ্টের প্রার্থনায় অসুবিধার সম্মুখীন হতেন। তাই কুমারডিহি এলাকায় বিধায়কের উদ্যোগে চার্চ ভবনটি নির্মাণ হওয়ায় স্বভাবতই খুশি ক্রিস্টান সম্প্রদায়ের মানুষরা। এই চার্চ ভবন উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন, "পাণ্ডবেশ্বর জুড়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের বসবাস। তাই আমার কাছে মন্দির, মসজিদ, চার্চ সর্বধর্ম সমাধিকার। আমি চাই পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি ধর্মাবলম্বী মানুষদের জন্য মন্দির, মসজিদ, চার্চ গড়ে উঠুক। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন 'যত মত তত পথ'। তাই ভগবান এক। আমাদের বিভিন্ন ধর্মের মাধ্যম দিয়ে সেই ভগবানকে আমরা পূজা করি। পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি ধর্মের সম্প্রীতি বজায় থাকুক"।