03/12/2022 15:24:06 PM Pritam Santra 1052
নিজস্ব সংবাদদাতাঃ প্রত্যাশা মতো কাতার বিশ্বকাপের পরের পর্বে গিয়েছে ব্রাজিল। যদিও নেইমারের চোট নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। ফুটবল মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারও ধারণা, রাউন্ড অফ সিক্সটিনের জন্য ফিট হয়ে উঠবেন নেইমার।
neymar he is so fine today pic.twitter.com/bQFOfHUGnh
— pew//unknownsoldier (@Unkknowsoldier) December 2, 2022
আবার কেউ কেউ মনে করছেন ব্রাজিলিয়ান তারকার সুস্থ হয়ে উঠতে এখনও সময় লাগবে। নেইমার ছাড়াও চোট সারাতে ব্যস্ত রয়েছেন অ্যালেক্স স্যান্দ্রো। সুস্থ হওয়ার পথে দানিলো।