24/11/2022 22:04:42 PM Aniket 214
নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরায় বিশাল প্রকল্পের উদ্বোধন করলেন মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বৃহস্পতিবার গোলাঘাটিতে 'পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট সেন্টার এবং গ্রামীণ সংগ্রহ কেন্দ্রে'র উদ্বোধন করেছেন।
ত্রিপুরার সাধারণ মানুষের উন্নয়নে 'পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট সেন্টার এবং গ্রামীণ সংগ্রহ কেন্দ্র' ব্যাপক ভূমিকা নেবে বলে আশাবাদী মানিক সাহা। এই প্রকল্পের ফলে ত্রিপুরায় বিজেপির শক্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
Tripura CM Manik Saha inaugurated Post Harvest Management Centre & Rural Collection Centre in Golaghati, earlier today pic.twitter.com/gqgQ7oVYx7
— ANI (@ANI) November 24, 2022