সমস্যার সূত্রপাত আসলে দাঁত মাজা থেকে

author-image
Harmeet
New Update
সমস্যার সূত্রপাত আসলে দাঁত মাজা থেকে

​নিজস্ব সংবাদদাতা : সামান্যতম ভুলেই নিজেদের বিপদ ডেকে আনেন অনেকে। শক্ত ব্রাশে মাড়ি ও দাঁত ক্ষয় হয় বেশি। দীর্ঘদিন এই অভ্যাস জারি রাখলে অচিরেই দাঁতের ক্ষয় শুরু হবে। অল্প বয়সেই দাঁত পড়তে শুরু করবে। খুব তাড়াতাড়ি ব্রাশ করলে মাড়ি ও দাঁতে সমস্যা হয়। রক্তপাত শুরু হলে দাঁতের আরও অনেক সমস্যা তৈরি হতে পারে। তাই দাঁত ব্রাশ করার সময় স্ট্রোকগুলি সঠিক হতে হবে। মাড়িতে ৪৫ ​​ডিগ্রি কোণে ব্রাশটি ধরে উপর নীচে স্ট্রোক দিয়ে ব্রাশ করুন।