এবারের রাজ্য বাজেটে কি বিভিন্ন সামাজিক প্রকল্পের ওপর বাড়তি নজর দেওয়া হবে?

এবারের রাজ্য বাজেটে কি বিভিন্ন সামাজিক প্রকল্পের ওপর বাড়তি নজর দেওয়া হবে?

author-image
Aniket
New Update
d

File Picture




নিজস্ব সংবাদদাতা: চলতি মাসেই ঘোষণা হতে চলছে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট। ২০২৬ সালে বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প অত্যন্ত জনপ্রিয় সাধারণ মানুষের কাছে। যা রাজ্য eসরকারের ঝুলিতে ভোট এনে দিতে পারে অনায়াসেই। এই পরিস্থিতিতে এবারের রাজ্য বাজেটে কি বিভিন্ন সামাজিক প্রকল্পের ওপর বাড়তি নজর দেওয়া হবে? এই বিষয়ে প্রশ্ন থাকছে। অনেকেই মনে করছেন, এবারের রাজ্য বাজেটে বিভিন্ন সামাজিক প্রকল্পের উপরে বাড়তি নজর দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বাংলার বাড়ির মতো চলমান প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে এবং নতুন সামাজিক প্রকল্পও ঘোষণা করা হতে পারে।