রাতে ঘুমোনোর আগেও খেতে হবে জিরে ভেজানো জল, কেন ?

হজমের গোলমাল হোক বা ওজন নিয়ন্ত্রণ— ঘরোয়া টোটকা হিসেবে জিরের জল দারুণ কাজের। বেশি খাওয়া হয়ে গেলে অনেক সময়ে পরের দিন পর্যন্ত পেটভার থাকে। পুষ্টিবিদেরা বলছেন, দিনের শুরুতে তো বটেই, রাতে খাবার খাওয়ার পর এবং শোয়ার আগে এই পানীয় খেলে লাভ বেশি।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা

হজমশক্তি বাড়িয়ে তুলতে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে এই পানীয় দারুণ কাজ করে।

ওজন নিয়ন্ত্রণ

ওজন নিয়ন্ত্রণে রাখতে গেলে বিপাকহারও ভাল হওয়া প্রয়োজন। তার জন্য রাতে খাবার খাওয়ার পরেও জিরে ভেজানো জল খেতে হবে। জিরের জলে যে পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে তা বিপাকহারের মান বাড়িয়ে তুলতে সাহায্য করে।

আর্দ্রতাজনিত সমস্যা

দিনের শুরুতে জিরে ভেজানো জল খেলে শরীরে জমা যত প্রকার টক্সিন রয়েছে, তা দূর হয়ে যায়। আবার, রাতে যদি এই পানীয় খান তা হলে শরীরে আর্দ্রতাজনিত সমস্যাও নিয়ন্ত্রণে থাকে।

শর্করার মাত্রা নিয়ন্ত্রণ

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই পানীয়। তবে পুষ্টিবিদেরা বলছেন, ইনসুলিন হরমোনের মাত্রা এবং কার্যকারিতা ঠিক রাখতে হলে রাতেও এই পানীয় খেতে হবে।

ত্বকে নানা রকম সমস্যা

শরীরে জলের অভাব হলে ত্বকেও নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তবে জিরের অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সেই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সবচেয়ে ভাল হয় রাতে শোয়ার আগে সেই পানীয়ে চুমুক দিতে পারলে।