আরশোলার অ্যালার্জির ক্ষেত্রে কী কী উপসর্গ ?

আরশোলার শরীরের বিভিন্ন অংশ ছাড়াও এদের বর্জ্য পদার্থেও ওই প্রোটিন ভরপুর পরিমাণে থাকে। তাই মৃত আরশোলা থেকেও ছড়াতে পারে অ্যালার্জি।

ত্বক চুলকাতে থাকে

নাক বন্ধ হয়ে যাওয়া

প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়া

নাক থেকে জল পড়া

ত্বক লাল হয়ে যায়