শুধু নিজের নাম ও অভিভাবকের নাম
আসছে ভোট। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে আপনি নিশ্চিত তো? হঠাৎ কাটা যায়নি তো ভোটার লিস্ট থেকে নাম? দেখে নিন ‘এই ভাবে’। শুধু নিজের নাম ও অভিভাবকের নাম থাকলেই সার্চ করতে পারবেন।
আসছে ভোট। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে আপনি নিশ্চিত তো? হঠাৎ কাটা যায়নি তো ভোটার লিস্ট থেকে নাম? দেখে নিন ‘এই ভাবে’। শুধু নিজের নাম ও অভিভাবকের নাম থাকলেই সার্চ করতে পারবেন।
ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যথা https://ceowestbengal.nic.in/ -এ গিয়ে কিছুটা নীচে নামলে আপনি দুটো অপশন পেয়ে যাবেন:- (ক) Search Your Name In Voter List এবং (খ) Electoral Roll (Voter List)। নাম চেক করতে Search Your Name In Voter List অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করতে Electoral Roll (Voter List) অপশনে ক্লিক করবেন।