ডলি সোহী
অনেক দিন ধরেই জরায়ুর ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী ডলি সোহী।
অনেক দিন ধরেই জরায়ুর ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী ডলি সোহী।
নানান জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন তিনি।
আর আকস্মিক ভাবে ডলির মৃত্যুর চব্বিশ ঘণ্টা আগে জন্ডিসে প্রয়াত হয়েছেন তাঁর বোন অভিনেত্রী অমনদীপ সোহী। আজ ক্যান্সারে তিনি পাড়ি দিয়েছেন পরলোকে।