গোটা হলুদের দাম খুচরো বাজারে ২৭৫ থেকে ৩০০ টাকা

হলুদের দাম আবার বাড়ল। গোটা হলুদের দাম খুচরো বাজারে ২৭৫ থেকে ৩০০ টাকা। গোটা হলুদের দাম ৫৫১ মার্কা ২১৫ টাকা, বাবা মার্কা ১৮০ টাকা প্রতি কেজি। স্বাভাবিকভাবেই গুঁড়ো হলুদের দাম ৩০০ টাকার বেশি হয়ে গিয়েছে।

হলুদ উৎপাদনে সারা ভারতবর্ষে অন্ধ্রপ্রদেশ সেরা

হলুদ উৎপাদনে সারা ভারতবর্ষের মধ্যে অন্ধ্রপ্রদেশ সেরা। দেশের মোট প্রয়োজনের ৬০% হলুদ উৎপাদন হয় ওখান থেকেই। মেঘালয়ে উন্নতমানের হলুদ উৎপাদন হয়। কিন্তু সেটার পরিমাণ অনেকটা কম। এক বছর আগের তুলনায় এ বছর হলুদের দাম ৮০%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে।