বাড়িতে বসেই পার্লারের যত্ন পাওয়া যেতে পারে বরফ ঘষলে। এর ফলে কী কী হয় জানলে সত্যিই বিশ্বাস হবে না। ত্বকের যত্নে নিয়মিত এই উপাদান ব্যবহার করা যেতে পারে। অনেকেই মনে করেন যে বরফ ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। তবে তা একেবারেই নয়। ত্বকের জন্য ভীষণ উপকারী এই উপাদান।

রোদে পোড়া ত্বককে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সাহায্য করে বরফ। শুধু তাই নয়, রক্ত চলাচলেও সহায়তা করে। ত্বকের কালো ছোপ দূর করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। ত্বকের জ্বালাভাবেও আরাম দেয় এই উপাদান। ব়্যাশ হলে তা নিরাময় করে। মুখের মৃতকোষ দূর করতে সহায়তা করে।

তব্কের অযাচিত ছিদ্র দূর করতে সহায়তা করে। পোর ক্লিনিং করে মুখে দাগ হতে দেয় না।ত্বকের লালভাব ঘোচায়। ত্বকের টক্সিন দূর করতে সহায়তা করে। ত্বকে ক্রিম মাখার আগে বরফ ঘষে নিলে বেশি উপকার পাওয়া যায়। এই উপাদান সপ্তাহে তিনদিন ব্যবহার করলে আলাদাই উজ্জ্বলতা দেয়। চকচকে হয়ে যায় ত্বক।