নিহত সেনা

আইডিএফ জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় মেজর (অব.) আমিশার বেন ডেভিড নিহত হয়েছেন।

কমান্ড টিমের প্রধান

৪৩ বছর বয়সী বেন ডেভিড কমান্ডো ব্রিগেড প্রধানের ফরোয়ার্ড কমান্ড টিমের প্রধান ছিলেন। তিনি পশ্চিম তীরের এলির বসতির বাসিন্দা ছিলেন।