মুখে চালের জল ব্যবহার করা ত্বককে সূর্যের ক্ষতির হাত থেকে ভীষণ ভাবে রক্ষা করতে পারে। এ ছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা মেটাতে সাহায্য করে চালের জল। তাই চালের জল ব্যবহার করলে অত্যন্ত উপকার মিলতে পারে ।

এতে ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়ে, যা ত্বককে নরম করে তোলে। চালের জল দিয়ে বলিরেখা চুরকালের মতো দূর করা যায়। ব্রণ, ফুসকুড়ি জাতীয় সমস্যা মেটাতেও সাহায্য করে চালের জল।

এটি তৈরি করতে লাগবে ১/২ কাপ চাল, ২ টেবিল চামচ তিসি, ১/২ চা চামচ আমন্ড অয়েল, ১/২ চা চামচ অ্যালোভেরা জেল। এটি তৈরি করতে প্রথমে ভাত ভিজিয়ে নিতে হবে। এক রাত ভিজিয়ে রাখার পর চাল মিক্সার গ্রাইন্ডারে পিষে নিন।