ঝোড়া বাতাস বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে

তীব্র দাবদাহ থেকে অবশেষে খানিক শান্তি। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ অংশে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও রাজ্যের সব জেলায় বৃষ্টি হবে। সোমবার পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। পাশাপাশি দমকা ঝোড়া বাতাস বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে৷

রবিবারের পর থেকে উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই আবহাওয়াজনিত হলুদ সতর্কতা

রবিবার থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর। রবিবারের পর থেকে উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই আবহাওয়াজনিত হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টিপাতের পূর্বাভাস।