পুরুষরাও 'ত্বকের যত্ন নিন', প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম
শুধু মহিলা নয়, পুরুষদের ক্ষেত্রেও প্রয়োজন রয়েছে ত্বকের সঠিক পরিচর্যার। তাই পুরুষদের ত্বকের যত্নের জন্য রইল সহজ কয়েকটি টিপস।
শুধু মহিলা নয়, পুরুষদের ক্ষেত্রেও প্রয়োজন রয়েছে ত্বকের সঠিক পরিচর্যার। তাই পুরুষদের ত্বকের যত্নের জন্য রইল সহজ কয়েকটি টিপস।
পুরুষরা যেহেতু দাড়ি কাটেন তাই কিছু নিয়ম মানতেই হবে ত্বক ভাল রাখার জন্য। ভাল গুণমানের শেভিং ক্রিম এবং রেজর ব্যবহার করা জরুরি।
দাড়ি কেটে নেওয়ার পর ভালভাবে মুখে ময়শ্চারাইজার কিংবা ক্রিম লাগানো জরুরি। সেনসিটিভ স্কিন হলে চিকিৎসকের পরামর্শ নিন শেভিং প্রসঙ্গে।
ত্বকের ভাল থাকা নির্ভর করে সঠিক পরিমাণে জল খাওয়ার উপরে। ঠিকভাবে জল খেলে ত্বকে ডিহাইড্রেশন হবে না। ত্বক রুক্ষ, শুষ্ক কিংবা ফোলা ভাব দূর হবে। এছাড়াও শরীরের ভিতরে জমে থাকা নোঙ্গা বা টক্সিন বেরিয়ে যাবে।
পুরুষদের ক্ষেত্রেও ত্বকের যত্নে ব্যবহার করা জরুরি ফেস মাস্ক, ফেস প্যাক। ত্বকের জমে থাকা তেল, ময়লা দূর করতে এই দুই প্রক্রিয়া কাজে লাগাতে হবে।
পুরুষদের বেশিরভাগই নিয়মিত ভাবে বাড়ির বাইরে যান। তাই সানস্ক্রিন ব্যবহার করতে একেবারেই ভুলে যাবেন না।