তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক

লোকসভা ভোটের আবহে সমস্ত স্তরের নেতা কর্মীদের নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল। সাংসদ, বিধায়ক থেকে ব্লক কিংবা পঞ্চায়েত স্তর, সর্বশক্তি দিয়েই চব্বিশের ভোটযুদ্ধ জিততে চায় তারা। ভোটের মুখে আবারও গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১৬ ফেব্রুয়ারি দলের জেলা সভাপতি, বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অভিষেক

গত ১৬ ফেব্রুয়ারি দলের জেলা সভাপতি, বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। নির্বাচনের আগে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মানছে রাজনৈতিক মহল। কারণ, সরকারি পরিষেবা গ্রামে পৌঁছনোর ক্ষেত্রে বড় হাতিয়ার পঞ্চায়েত।