হার্টের উপকার
পটাশিয়াম হার্টের জন্য জরুরি ইলেক্ট্রোলাইট। আর সেটি পাওয়া যায় দুধ চা থেকে।
পটাশিয়াম হার্টের জন্য জরুরি ইলেক্ট্রোলাইট। আর সেটি পাওয়া যায় দুধ চা থেকে।
ভিটামিন বি১২ স্নায়ুকে সতেজ রাখে। যা কাজ করার সময় একান্ত জরুরি। এই কারণেই কাজের ফাঁকে ফাঁকে অনেকে চায়ে চুমুক দিতে ভালবাসেন।
দুধ চায়ের ক্যালসিয়াম হাড়ের জন্য উপকারী। পাশাপাশি এর ভিটামিন ডি হাড়কে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে।
ভিটামিন ডি অবসাদ ও মনখারাপ কাটায়। সেটাই রয়েছে দুধ চায়ে।