ঝেঁপে আসছে বৃষ্টি

ঝেঁপে আসছে বৃষ্টি। সঙ্গে এলোপাথাড়ি হাওয়া। আগামী কয়েকদিন একটানা বৃষ্টি-ঝড়-মেঘের তাণ্ডব চলার আশঙ্কা। এমনটাই জানাচ্ছে আইএমডি-র পূর্বাভাস। কতদিন চলবে ঝড়বৃষ্টি? দেখে নেওয়া যাক আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট। কোন কোন জেলা ভাসবে আজ? সপ্তাহভর কেমন থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া? কী হবে কলকাতার হাল? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস।

ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের ৭ জেলায়

সপ্তাহান্তের পর এবার সপ্তাহের শুরুতেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি-সহ চলবে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি ও ঝড় হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।