দুটি রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলীয় তায়বেহ ও মারকাবায় হিজবুল্লাহর আরও দুটি রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

গোলাবর্ষণ

আইডিএফ জানিয়েছে, সৈন্যরা রাচায়া আল-ফুখারের নিকটবর্তী এলাকাগুলোতে কামান দিয়ে গোলাবর্ষণ করেছে এবং যেসব স্থান থেকে রকেট ছোড়া হয়েছে সেসব এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।