হিজবুল্লাহর হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলের পাঁচটি ভিন্ন ভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবস্থানে রাতভর ইসরায়েলি জঙ্গিবিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

হিজবুল্লাহর অবকাঠামোতে আঘাত

আইডিএফ জানিয়েছে, খিয়াম, কাফর কিলা, ব্লিদা, ওদাইসেহ এবং মায়েস আল-জাবালের পর্যবেক্ষণ পোস্ট, ভবন এবং অন্যান্য হিজবুল্লাহর অবকাঠামোতে আঘাত হেনেছে।