হামাসের এক সদস্য নিহত

আইডিএফ ও শিন বেট জানিয়েছে, আজ সকালে মধ্য গাজা উপত্যকায় বিমান হামলায় হামাসের এক সদস্য নিহত হয়েছেন।

কী জানাল সেনা?

এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মাহমুদ মুহাম্মদ আবেদ খাদকে হামাসে বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠীর জেইতুন ব্যাটালিয়নে নতুন কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল।