১০ নাকি ১১ এপ্রিল?
পবিত্র রমজান মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন। এরপরই সাড়ম্বরে পালিত হবে ইদ-উল-ফিতর বা খুশির ইদ। ইসলাম ধর্মে রমজান মাস এবং ইদ-উল-ফিতরের মাসটি সবচেয়ে পবিত্র। ১০ নাকি ১১ এপ্রিল ভারতে কবে পালিত হবে এই খুশির উৎসব?
পবিত্র রমজান মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন। এরপরই সাড়ম্বরে পালিত হবে ইদ-উল-ফিতর বা খুশির ইদ। ইসলাম ধর্মে রমজান মাস এবং ইদ-উল-ফিতরের মাসটি সবচেয়ে পবিত্র। ১০ নাকি ১১ এপ্রিল ভারতে কবে পালিত হবে এই খুশির উৎসব?
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান শেষে পালন করা হয় ইদ-উল-ফিতর। তবে রমজান হোক কিংবা ইদ, দুই তারিখই নির্ভর করে চাঁদ দেখার উপর। এ বছর ভারতে চাঁদ দেখা যায় গত ১১ মার্চ। সেদিন রাত থেকেই রমজান শুরু হয়। ১২ মার্চ থেকে রোজা শুরু হয়। সেদিন থেকেই ভারতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পবিত্র রমজান মাস। অনুমান, মুসলিম সমাজ তাদের ২৯তম রোজা পালন করবে ১০ এপ্রিল। সেদিনই ইদের পবিত্র চাঁদ দেখা দিতে পারে। ফলে তার ঠিক পরের দিন অর্থাৎ আগামী ১১ এপ্রিল পালিত হতে পারে খুশির ইদ।