হেডফোনের ভলিউম কেন ক্ষতিকর জানেন ?
অনেকক্ষণ ধরে কানে হেডফোন দিয়ে গান শোনেন ? হেডফোন ব্যবহারের সময় কিছু নিয়ম মানলে বড় রোগের ঝুঁকি কমবে।
অনেকক্ষণ ধরে কানে হেডফোন দিয়ে গান শোনেন ? হেডফোন ব্যবহারের সময় কিছু নিয়ম মানলে বড় রোগের ঝুঁকি কমবে।
কানের খুব কাছে থাকে শব্দের উৎস। এর তড়িৎচৌম্বকীয় ক্ষেত্রও কানের খুব কাছে থাকে। যা কানের শ্রবণক্ষমতার জন্য ক্ষতিকর।
অনেকেই নির্দিষ্ট সাউন্ডের বেশি সাউন্ড দিয়ে গান শোনান। এই সাউন্ড শ্রবণশক্তির আরও ক্ষতি করে। বর্তমানে প্রায় সব ফোন বা যন্ত্র ১২০ ডেসিবেল সাউন্ড তৈরি করতে পারে। ফলে যারা পুরো সাউন্ড দিয়ে গান শোনেন, তাদের বিপদ আরও বেশি।
১২০ ডেসিবেল সাউন্ড সাধারণত লাইভ কনসার্টের সাউন্ড হয়। অর্থাৎ কান নষ্ট হয়ে যাওয়ার জন্য সেটিকে যথেষ্ট বলা যায়।