রোজ সাবান মাখলে ত্বকের ন্যাচারাল অয়েলের ক্ষতি হয়। ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। শুধু খারাপ নয় মারা যায় ভালো ব্যাকটেরিয়াও যারা ত্বককে বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচায়।

অতিরিক্ত সাবান ব্যবহার করলে ত্বকের পিএইচের মান বদলে যেতে পারে। ত্বকের আদর্শ পিএইচের মাত্রা হল ৫.৫। সাবানের ক্ষারিয় পিএইচের মাত্রা ৯। যা ত্বকের পিএইচ মাত্রা বদলে দিতে পারে।

রোজ সাবান মাখলে ত্বক ভীষণ খসখসে হয়ে যায় ও শুষ্ক হয়ে পড়ে। ত্বকের আদ্রতা নষ্ট হয়ে যায়। তাই রোজ সাবান ব্যবহার করা একেবারেই উচিত নয় ।