বুধবারে ভুলেও করবেন না এই দুই কাজ!

বুধকে নবগ্রহের যুবরাজ বলা হয়। তাই বুধে শুভ প্রভাব চাইলে ভুলেও করবেন না এই দুই কাজ।

বুধবারের দিনে লেনদেন সম্পর্কে সাবধান হোন।

অপশব্দ একেবারেই ব্যবহার করবেন না এদিন।