আধকাপ ঠান্ডা দুধে কালোজিরে এক চিমটে মিলিয়ে খেলে তা কমিয়ে দেয় বদহজম। এই কালোজিরের তেলে চুল পড়া কমে। কাটে মাইগ্রেনের সমস্যা। তেল কপালে মালিশ করলে মাইগ্রেনের কষ্ট থেকে মেলে মুক্তি।

সর্দি যদি বসে যায় বুকে, তাহলে কালোজিরে বাটা খুবই উপকারি। বহু বাড়িতে মাছের রান্নায় রসুন ও কালোজিরে বাটা দিয়ে ছোটমাছের ঝোল রান্না হয়ে থাকে। সর্দির মুখে সেই ঝোল খুবই উপকারি। এছাড়াএ সর্দি বুকে বসে গেলে কালোজিরে বাটার প্রলেপ দিতে পারেন কপালে।

এক চা চামচ কালোজিরের সঙ্গে তিন চা চামচ মধু দুই চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে সর্দির সময়ে গা ম্যাজ্যানির মতো সমস্যা কাটে। এটি জ্বরজ্বালাতেও উপকারি।