আরও একবার দাম বেড়ে গিয়েছে মুরগির মাংসের

সামনে লোকসভা নির্বাচন। রাজ্য–রাজনীতি থেকে জাতীয় রাজনীতি তেতে উঠেছে। বাংলা থেকে গুজরাট—সর্বত্রই হাওয়া গরম। কিন্তু এই আবহে মানুষের সমস্যা আরও বেড়ে গেল। তাঁরা রাজনৈতিক ব্যক্তি নন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কিন্তু পকেটে টান পড়তে চলেছে আমজনতার। কারণ শহর কলকাতায় আরও একবার দাম বেড়ে গিয়েছে মুরগির মাংসের।

চিকেনের দাম বেড়ে যাওয়ায় পকেটে চাপ পড়েছে

যাবতীয় রেকর্ড ভেঙে দিয়ে এখন সর্বকালীন চড়া দামে বিক্রি হচ্ছে চিকেন। এখন কলকাতা–সহ আশেপাশের জেলায় চিকেনের প্রতি কেজির দাম ২৭০–২৮০ টাকা। যার ছ্যাঁকায় হাত পুড়েছে মধ্যবিত্তের। আবার মাটনের চড়া দামের জেরে চাপে রয়েছে আমজনতা। তার মধ্যে আবার চিকেনের দাম বেড়ে যাওয়ায় পকেটে চাপ পড়েছে।