ব্রাহ্মী শাকের মধ্যে থাকা ব্যাকোসাইড একটি রাসায়নিক, যা স্নায়ুকোষের অবক্ষয় রুখে দেয়। বলা হয় এই শাক মস্কিষ্কের কিছু রাসায়নিকের ক্ষরণ বাড়া. যার জেরে স্মৃতিভ্রমের সমস্যা রোধ হয়। বলা হয়, ব্রাহ্মীশাক স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে। ফলে উদ্বেগ আর হতাশার হাত থেকে মুক্তি পেতে এই ব্রাহ্মীশাক খুবই উপকারি। বলা হয়, মস্তিষ্কে হমোক্যাম্পাল অংশে খুব প্রভাব ফেলে ব্রাহ্মীশাক। মনে করা হয় মস্তিষ্কের বিকাশে এটি খুবই সাহায্য করে। মনে করা হয়, স্মৃতিশক্কি বাড়াতে ভূমিকা রয়েছে ব্রাহ্মীশাকের।
/anm-bengali/media/media_files/ZVOUUd5nFLZrrcrR1y9E.jpg)

/anm-bengali/media/media_files/wOlNA5q6FG5GJAVEu1fY.jpg)
/anm-bengali/media/media_files/D5UDHv8BikDxRZf5GPbC.jpg)
/anm-bengali/media/media_files/I2Scc77Q3R7UK43nnUTx.jpg)