কত বছর পর্যন্ত দুধ পান করাবেন?

অনেকেই শিশুর চার-পাঁচ মাস বয়স হলেই শিশুকে জল ও অন্যান্য খাবার খেতে দেন। এমন করবেন না। শিশুকে ৬ মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ান।

সব সময় ডায়পার?

আপনার শিশু বারবার প্রস্রাব করলেও কিন্তু তাকে সারাক্ষণ ডায়পার পরিয়ে রাখবেন না। শিশুকে বেশিক্ষণ ডায়পার পরালে তার স্কিন অ্যালার্জি হতে পারে। ত্বকে ফুসকুড়ি হবে।