/anm-bengali/media/media_files/2025/05/18/q2qjkcYrnrJl3EqizWwT.jpeg)
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিমের যোগাযোগের প্রধান লাইফলাইন। উত্তরবঙ্গের নানা জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই সড়ক ব্যবহার করা হয়ে থাকে। তবে এখন ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন তিনদিন এই সড়ক পুরোপুরি বন্ধের নোটিশ জারি করেছে। ১৯ মে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। কদিন আগে ৯ মে থেকে দু’ঘন্টা কাজের পর একঘন্টা পর্যটকদের গাড়ি যাতায়াতের জন্য ছাড় দিয়ে মেরামতের কাজ করা হয়েছে। এবার ১৫ মে থেকে একদিন অন্তর সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকছে। আর তাতেই মাথায় হাত পড়ছে পর্যটকদের। রাস্তা বন্ধ থাকায় ভ্রমণে গিয়ে হয়রানির মুখে পড়তে হচ্ছে পর্যটকদের। প্রসঙ্গত ১০ নম্বর জাতীয় সড়কে মেরামতির কাজ চলায় গ্যাংটক যেতে সমস্যায় পড়ছেন পর্যটকেরা। আকাশ ছোঁয়া গাড়িভাড়া গুনতে হচ্ছে।
ফলে যাতায়াতে ভোগান্তির মুখে পড়ছেন পর্যটক থেকে সাধারণ যাত্রীরা। তাদের একাংশের অভিযোগ, শিলিগুড়ি থেকে গ্যাংটকের যে গাড়ি ভাড়া সাড়ে চার হাজার টাকা ছিল, তা এখন নয় থেকে দশ হাজার টাকায় গিয়ে ঠেকেছে। ঘুরপথে গাড়ি চালানোর খরচ বেশি, সেই অজুহাতে একধাক্কায় ভাড়া দ্বিগুণ চাওয়ার অভিযোগ উঠছে। সাধারণত শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটক অবধি যেতে শেয়ার গাড়িতে মাথাপিছু ৪০০ টাকা ভাড়া গুনতে হয়। এদিন সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৮০০ টাকায়। ছোট গাড়িতে শুধু নামিয়ে দিয়ে এলে সাড়ে চার হাজার টাকা খরচ হত। এদিন চাওয়া হয়েছে গড়ে ৯ থেকে ১০ হাজার টাকা। তবে গাড়ি চালকদের দাবি রাস্তা বন্ধ থাকায় এই ভারা বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন তারা। গ্যাংটকের শেয়ার গাড়ির চালক জানান, সেবক থেকে গরুবাথান, লাভা, লোলেগাঁও, আলগারা হয়ে সিকিম যেতে হচ্ছে। অনেকটা ঘুরে যাওয়ার জন্য ভাড়া বেশি চাওয়া হয়। সময় অনেক বেশি লাগে। এক্ষেত্রে তাদের কিছু করার থাকছে না। কয়েকদিন ভাড়ার অঙ্ক এমনই থাকবে বলে জানিয়েছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us